Nadia News : পেঁয়াজের খোসার মধ্যেই সিম কার্ড ভরে পাচারের চেষ্টা ! হাতেনাতে ধরলেন জেলরক্ষীরা
ABP Ananda LIVE: টিফিন বক্সে পেঁয়াজের খোসা, তার মধ্যেই সিম কার্ড ভরে জেলে অভিযুক্তকে পাচারের চেষ্টা। জেলরক্ষীদের হাতে ধরা পড়লেন মাদক পাচার মামলায় জেলবন্দি অভিযুক্তের স্ত্রী। পেঁয়াজের খোসার মধ্যে থেকে উদ্ধার হয়েছে ১৩টি সিম কার্ড। নদিয়ার কৃষ্ণনগর সংশোধনাগারের ঘটনা। ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও খবর...
ফের কলকাতায় উদ্ধার হল মাদক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ওড়িশা থেকে কলকাতায় বাসে করে আনা হয় মাদক। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামতেই হাতেনাতে চারজনকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বড়সড় সাফল্য [পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল এখনও তল্লাশি চালাচ্ছে।