Simla Bayam Samiti: সিমলা ব্যায়াম সমিতিতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতিমা বরণ ও সিঁদুরখেলা
Continues below advertisement
সিমলা ব্যায়াম সমিতির পুজোর বয়স ৯৮ বছর। ১৯৩৯ সালে উত্তর কলকাতার এই পুজোর সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বামী বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত এই পুজোর প্রতিমার অবয়ব তৈরি করেন। এবারও প্রতিমা তৈরি করেছেন শিল্পী সনাতন রুদ্র পাল। এখানে প্রতিমার ঠাকুরের মূল আকর্ষণ হিরের নথ। দশমীর দিন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রতিমা বরণ ও সিঁদুরখেলা।
Continues below advertisement