BJP Leader at SSKM: ২ তারিখ থেকে বিজেপি নেতাকে SSKM-এ ভর্তি করানো নিয়ে টানাপোড়েন, অবশেষে মঙ্গলবার মিলল ফল
অবশেষে মঙ্গলবার দুপুরে SSKM-এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হল চাকদার বিজেপি নেতা বছর তেত্রিশের মিলন বিশ্বাসকে। গত ২ তারিখ থেকে দলীয় কর্মীকে এসএসকেএমে ভর্তি করতে না পারায় সোমবার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে অসুস্থ বিজেপি নেতার আত্মীয়।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE BJP ABP Ananda Digital SSKM ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News