RG Kar Medical College: কাল থেকেই আর জি কর মেডিক্যালের সুরক্ষায় আধা সেনা। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কাল থেকেই আর জি কর মেডিক্যালের সুরক্ষায় আধা সেনা। 'হাসপাতালের ভিতরে চিকিৎসক-কর্মীদের সুরক্ষা দেবে CISF'। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলার বিষয় দেখবে কলকাতা পুলিশ: সূত্র । লালবাজারে পুলিশকর্তাদের সঙ্গে ADG, CISF-র বৈঠক । আর জি কর মেডিক্যালে আপাতত থাকবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশ: সূত্র 

সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে CISF। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এলেন CISF-এর ডিআইজি।  হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে CISF. হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, রূপরেখা ঠিক করতে কথা বললেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখলেন জরুরি বিভাগ। ১৪ অগাস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram