Anup Ghoshal Demise:রয়ে গেল 'গুপী গায়েন বাঘা বাইন'-র সুরস্মৃতি, প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল।ABP Ananda LIVE
Continues below advertisement
প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। দুপুর ১.৪৫-এ রাসবিহারী ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, রাখা হয়েছিল ভেন্টিলেশনে। প্রয়াত গায়ক ও উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল। অনুপ ঘোষালের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 'গুপী গায়েন বাঘা বাইন'-সহ সত্যজিৎ রায়ের একাধিক ছবির কণ্ঠশিল্পী ছিলেন। তপন সিন্হার 'সাগিনা মাহাতো' ছবির সঙ্গীত পরিচালক ছিলেন অনুপ ঘোষাল। ২০১১-র বিধানসভা ভোটে জিতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কও হয়েছিলেন অনুপ ঘোষাল
Continues below advertisement
Tags :
DISTRICT Anup Ghoshal Demise CM Mamata Banerjee On Anup Ghoshal Demise Ex Uttarpara TMC MLA Demise Singer Demise