Singur Movement: টাটাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, সিঙ্গুর নিয়ে ফের দায় ঠেলাঠেলি
সিঙ্গুর থেকে হলদিয়া (Singur Movement)। টাটা থেকে দ্য চ্য়াটার্জি গ্রুপ। আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশে পর পর ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার। ঘাড়ের ওপর চেপেছে ক্ষতিপূরণের বোঝা। ক্ষতিপূরণ কোথা থেকে দেওয়া হবে, তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এর মধ্যে টাটার সঙ্গে রাজ্যের তৎকালীন বাম সরকারের চুক্তির কথা তুলে ধরলেন আইনজীবী অভিজিৎ দেব। (Tata Compensation)
Tags :
Bangla News Singur Movement ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS