Election Commission: আধার ACT-এর সেকশন ৯ এ বলা হয়েছে, আধার নাগরিকত্ব ও বাসস্থানের প্রমাণ নয়: কমিশন
ABP Ananda LIVE: 'শহর এলাকায় অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। ২০০৩-এর সঙ্গে ম্যাচিং, লিঙ্কিং না হলে নোটিস দেওয়া হবে। এরপরে ERO, AERO-র কাছে নথি পেশ করতে হবে। আমরা চাই কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। বুথ লেভেল এজেন্টরা একদিনে ৫০টি এনুমারেশন ফর্মে সার্টিফাই করতে পারেন। কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকবে না: কমিশন
আরও খবর...
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR. আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।