RG Kar News: আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই-এর হাতে তুলে দিল SIT
আদালতের নির্দেশ মেনে আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই-এর হাতে তুলে দিল SIT। গতকালই আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার SIT-এর কাছ থেকে নিয়ে CBI-কে দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।
আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার।চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, এবার সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও CBI-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। যাঁর অভিযোগের প্রেক্ষিতে, হাইকোর্টের আজকের নির্দেশ, তিনি হলেন, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার, আখতার আলি।
Tags :
Sanjay Roy RG Kar News RG Kar Incident Sanjay Roy Kolkata Sanjay Roy Kolkata Interview Sanjay Roy Jail Rg Kar Medical College Kolkata News Sanjay Roy Latest News