Durgapur: রাজু ঝা খুনে ব্যবসায়ী নারায়ণ খাড়কার অফিসে হানা দিল সিট | ABP Ananda Live

Continues below advertisement

Durgapur: রাজু খুনে (Raju Jha Murder Case) গুরুত্বপূ্র্ণ সূত্র লুকিয়ে ব্যবসায়ীর অফিসে ? প্রশ্নের সমুদ্রের মাঝেই এদিন দুর্গাপুরে ব্যবসায়ীর (Businessman Office) অফিস সিল করল পুলিশ। মূলত শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনের ১৯ দিনের মাথায় এদিন প্রথম গ্রেফতার করা হয়। দুর্গাপুর থেকে অভিজিৎ মণ্ডল নামে এক অভিযুক্ত গ্রেফতার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা অভিজিৎ কাজ করতেন দুর্গাপুরে একটি সংস্থায়। ওই সংস্থার ধৃত অভিজিৎ ব্যবসায়ী নারায়ণ খাড়কার গাড়ির চালক বলে দাবি পুলিশ সূত্রে। এবার ব্যবসায়ী নারায়ণ খাড়কার অফিসে হানা দিল সিট। যদিও, ধৃতকে নিজের গাড়ির চালক বলে মানতে নারাজ ব্যবসায়ী নারায়ণ খাড়কা। গাড়ির চালক নয়, সাইট ইনচার্জ হিসেবে সংস্থায় কাজ করার দাবি ব্যবসায়ীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram