Suvendu Adhikari:'কেন্দ্র আবাসের টাকা দিয়েছে, সব খেয়ে ফেলেছে TMC,এত কাঁচা বাড়ি কেন?', পাল্টা প্রশ্ন শুভেন্দুর
'কেন্দ্র আবাসের টাকা দিয়েছে, সব খেয়ে ফেলেছে তৃণমূল। ঝড়ের জেরে মাটিতে মিশে গিয়েছে বাড়ি। আবাস যোজনার টাকা লুঠ করেছে তৃণমূল। কেন্দ্র টাকা দিয়েছে, তাও এখনও এত কাঁচা বাড়ি কেন? কাল রাতে ফটো তুলতে এসেছেন মমতা', শীতলকুচি থেকে মন্তব্য শুভেন্দুর