Siuri Bank: সিউড়ি সমবায় ব্যাঙ্কে 'কালো-সাদা'!

Continues below advertisement

সিউড়ির সমবায় ব্যাঙ্কে (Siuri Cooperative bank) শয়ে শয়ে 'বেনামি' অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই (CBI)। গরুপাচারকাণ্ডের (Cow smuggling case) তদন্তে নেমে ফের সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআই। ১৭৭টির পরে সমবায় ব্যাঙ্কে আরও ১৫৩টি 'বেনামি' অ্যাকাউন্টের হদিশ। 'কেন, কী উদ্দেশ্যে ৩৩০টি বেনামি অ্যাকাউন্ট? টাকা যেত কাদের কাছে?', 'গরুপাচারের কালো টাকা সাদা করতেই শয়ে শয়ে বেনামি অ্যাকাউন্ট', সিউড়ির সমবায় ব্যাঙ্কে ম্যারাথন তল্লাশি চালিয়ে নথি উদ্ধারের দাবি সিবিআই। বেনামি অ্যাকাউন্টে 'কালো-সাদা'! সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে ফের সিবিআই। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই। ব্যাঙ্কের পর বেনামি অ্যাকাউন্টের তদন্তে গ্রামে গেল সিবিআই। 'গরুপাচারের কালো টাকা সাদা করতে ব্যবহার করা হয়েছে অ্যাকাউন্টগুলিকে', গরুপাচারের কালো টাকা সাদা করতেই ডেমো অ্যাকাউন্ট খোলা হয়, দাবি সিবিআইয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram