JU Student Death Arrest: যাদবপুর কাণ্ডে ধৃত আরও ছয়জন কারা ? কী তাদের পরিচয় ?
Continues below advertisement
যাদবপুরের ( Jadavpur University ) পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। প্রতিবাদ দিকে দিকে। উঠছে একাধিক প্রশ্ন। হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল (JU Hostel) কি বিনা পয়সার গেস্ট হাউস? এরই মধ্যে বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ (Jadavpur University student death) । ধৃতদের মধ্যে ৩ পড়ুয়া ছাড়াও রয়েছেন ৩ জন প্রাক্তনী। এই নিয়ে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯।
Continues below advertisement