Sandeshkhali Incident: দ্বিতীয় সমন এড়ালেন শেখ শাহজাহান, ইডি দফতরে এলেন আইনজীবী

দ্বিতীয় সমন এড়ালেন শেখ শাহজাহান, ইডি দফতরে এলেন আইনজীবী। আরও সময় চেয়ে আবেদন শেখ শাহজাহানের, গ্রহণ করল না ইডি ।হাজিরার জন্য শেখ শাহজাহানকে আর সময় দিতে রাজি নয় ইডি: সূত্র। চিঠি খুলে দেখার পরে গ্রহণ করেনি ইডি, দাবি শেখ শাহজাহানের আইনজীবীর। ৩৩দিন পার, কোথায় সন্দেশখালির 'বাঘ'? ফের এড়ালেন ইডির সমন। হাতে খাম নিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন শেখ শাহজাহানের আইনজীবী। 'আদালতে এখনও বিচারাধীন আগাম জামিনের আবেদন'। ইডির কাছে আরও সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন শেখ শাহজাহানের। আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন, ইডির কাছে আরও সময় চান শেখ শাহজাহান! 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola