SLST Agitators Meet:রাজ্য সরকার কি আগে যথেষ্ট উদ্যোগী হয়নি? চাকরিপ্রার্থী-শিক্ষামন্ত্রীর বৈঠকের পর উঠছে প্রশ্ন।ABP Ananda LIVE
যে জট দু'বছরে কাটল না, সেই জট দু'ঘণ্টার পর বৈঠকে কী ভাবে কাটতে পারে? তা হলে কি রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগী হয়নি? আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরিপ্রার্থীদের বৈঠকের পর যা জানা গেল, তার পর উঠছে প্রশ্ন। তবে এখনই যে সব জট কেটে গিয়েছে এমন নয়। এটিও ঠিক যে, চাকরিপ্রার্থীদের হাতে অবিলম্বে নিয়োগপত্র এসে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
Tags :
CM Mamata Banerjee SLST Agitation DISTRICT Bratya On SLST Agitation Bratya Basu Meets With SLST Agitators