Job Seekers Protest: নিয়োগের দাবিতে বিধায়কদের হস্টেলের সামনে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

Job Seekers Protest:  নিয়োগের দাবিতে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। 'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে', এই দাবিতে MLA হস্টেলের গেটের সামনে বসে পড়েন SLST চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের। মহিলা বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola