SLST: 'এবার আমাদের লাশ আসবে এখানে', পুলিশ-চাকরিপ্রার্থীদের খণ্ডযুদ্ধে তুলকালাম শহীদ মিনার চত্বর
Continues below advertisement
কোনও জটিলতা না থাকা সত্বেও কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? মুখ্যমন্ত্রীর কাছে 'জবাব' চান শারীরশিক্ষা, কর্মশিক্ষার চাকরীপ্রার্থীরা। শহিদ মিনারে (Shaheed Miner) এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজার (Laalbazar) সেন্ট্রাল লক আপে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Laalbazar SLST এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shaheed Miner