Recruitment Scam: ধর্মতলায় বিক্ষোভ SLST চাকরিপ্রাপকদের, প্যানেল বাতিলের আশঙ্কা?

Jobseekers Protest: ফের পথে এসএলএসটি চাকরিপ্রাপকরা। শুক্রবার রাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানে বসেছেন তারা। ইতিমধ্যে তারা দেখা করেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। 

 

বিদ্বেষের বাংলাদেশ থেকে বাড়ছে মানবপাচার । সিন্ডিকেট তৈরি করে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় চলছে মানবপাচার-চক্র । অনুপ্রবেশকারীদের আস্তানা ঠিক করা ছেতে জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির ফুল প্যাকেজ! । লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে বাংলাদেশিদের ভারতীয় করার নেটওয়ার্ক! হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় চুপুরিয়া, ছোট চুপুরিয়ায় চলছে মানবপাচারের নেটওয়ার্ক । আগে যারা গরু, চাল পাচার করত, তারাই এখন মানবপাচারে যুক্ত, দাবি পুলিশ সূত্রের। 

 

বনকর্মীদের চরকিপাক খাওয়াচ্ছে ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ায়। বনদফতরের দাবি, রানিবাঁধের গোপালপুর সংলগ্ন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারকে চিহ্নিত করে করা হয়েছে ঘুমপাড়ানি গুলি। তবে সেটা বাঘিনীর গায়ে লেগেছে কিনা, সেব্যাপারে নিশ্চিত নন বনকর্মীরা। এদিকে রয়্যাল আতঙ্কের মধ্যেই বাঁকুড়া বড়জোড়ায় হানা দিয়েছে হাতির দল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola