SLST Agitation: শনিবার ৯২৩ দিনে পড়ল নবম থেকে দ্বাদশের SLST- চাকরিপ্রার্থীদের আন্দোলন। ABP Ananda Live

শনিবার ৯২৩ দিনে পড়ল নবম থেকে দ্বাদশের SLST- চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন তাঁদের আন্দোলনস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে তৃণমূলের শিক্ষা সেলের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। ব্যারিকেডে ঘেরা চাকরিপ্রার্থীরা প্ল্যাকার্ড হাতে তাঁর কাছে আর্জি জানালেন, স্যর একবার আমাদের মঞ্চে আসুন। যেদিন নিয়োগ শুরু হবে, সেদিন আমি সবার আগে আসব, বললেন ব্রাত্য বসু। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola