Job Seekers: 'সুপ্রিম' নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার এজলাস বদল, চাকরির দাবিতে পথেই আন্দোলনকারীরা
Job Seekers:নবম-দশম SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন আজ ৭৭৫ দিনে। সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে নিলেও চাকরির দাবিতে পথেই আন্দোলনকারীরা। এদিন এক আন্দোলনকারী বলেন, “নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতি। এই নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় জেলে। ২০১৯ সালে এই দুর্নীতির কথা আমরা তুলে ধরেছিলাম। এই দুর্নীতি মান্যতা দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায় দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন গাঁধী মূর্তির নিচে যাঁরা আন্দোলন করছেন তাঁরা যোগ্য চাকরিপ্রার্থী। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অনেকে। বিচারপতিকে সরিয়ে দেওয়ায় কষ্ট হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিতেই হবে। তিনি দেখিয়ে দিয়েছিলেন দুর্নীতিবাজদের কীভাবে সাজা দিতে হয়, অযোগ্যদের কীভাবে বাতিল করতে হয় । কিন্তু যোগ্যারা এখনও রাস্তায়। যে বিচারপতি বিচারপ্রক্রিয়ার দায়িত্ব নিন, তিনি যেন এই ৭৭৫ দিনের কথায় মাথায় রাখেন।’’