Lalit Jha:'ললিতের সঙ্গে ছবি তাপসের', সংসদকাণ্ডে লকেটের নিশানায় এবার তৃণমূল বিধায়ক
সংসদে তাণ্ডবকাণ্ডে(Smoke Cannister Incident) ধৃত ললিত ঝা'র বং-কানেকশন প্রকাশ্যে আসার পর কলকাতাতেও চড়ছে রাজনীতির পারদ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, 'ললিত ঝা কি তৃণমূল বিধায়ক তাপস রায় ঘনিষ্ঠ ?' (TMC MLA Tapas Roy)। এবার একসঙ্গে ললিত ঝায়ের সঙ্গে তাপস রায়ের ছবি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি দাবি বলেছেন, যেখানেই যাওয়া হোক না কেন, অপরাধীদের আস্তানা খুজতে গেলেই বং কানেকশন বেরিয়েই পড়বে।
Tags :
Parliament LOCKETCHATTERJEE SmokeCannisterIncident LalitJha BJPMLASukantaMajumdar TMCMLATapasRoy LocketAttaksTMCMLATapasRoy