Firecrackers Smuggling : পুলিশের চোখে ধুলো দিতে সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার

Continues below advertisement

Firecrackers Smuggling :  আলু-পেঁয়াজের পর চাল-ডাল-চিনির আড়ালে বাজি কারবার! সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার! দত্তপুকুরের মোচপোল গ্রামে বেআইনি বাজি কারবারের পর্দাফাঁস । পুলিশের চোখে ধুলো দিতে সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার! বিস্ফোরণস্থল থেকে ১০-১৫ ফুট দূরে পরপর দুটি গুদাম । কোনও বস্তায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, কোনওটায় পাঞ্জাব সরকার, আবার কোনওটায় কর্ণাটকের চিনি কলের ছাপ মারা । দত্তপুকুর বিস্ফোরণের ৩ দিন পরেও বারুদে ঠাসা এইসব গুদামে এখনও পুলিশের নজর পড়েনি ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram