Snake Bite: বাংলায় সব সাপই কি বিষধর ? চেনার উপায় ? কামড়ালে তৎক্ষণাৎ কী করবেন ? | ABP Ananda Live

Continues below advertisement

Snake Bite : সাপকে ভয় পান না, এমন মানুষ খুব কমই আছেন। তার থেকেও বেশি ভয়, সাপ যদি কামড়ায়। কী হবে, কী করব, বিষধর সাপের (poisonous snakes of Bengal) কামড় বুঝব কী করে, হাসপাতালে কখন যাব - এসব প্রশ্নের যেমন কোনও অন্ত নেই, অন্ত নেই সাপ নিয়ে নানা জল্পনা-কল্পনারও। সাপ নিয়ে আপনাদের নানা প্রশ্নের উত্তর এবার মিলবে এবিপি লাইভের এই উদ্যোগে। বাংলার বিশিষ্ট সর্প দংশন বিশেষজ্ঞ ডাঃ দয়ালবন্ধু মজুমদার (Dr Dayal Bandhu Majumdar)। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College and Hospital) কর্মরত ডাঃ মজুমদার সাপের কামড়ের নানা ধরণের সমস্যায় আলোকপাত করেছেন তাঁর দীর্ঘ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। কয়েকটি পর্বে। প্রথম পর্বে আলোচনায় থাকছে, বাংলায় বিষধর সাপ (Snakes in Bengal) চেনার উপায়। সাপের কামড় দেখে লক্ষণ বোঝার খুঁটিনাটি। সাপে কামড়ালে কী করতে হবে, সাপের বিষের চিকিৎসা (Antivenom ) ইত্যাদি। আপনাদের আরও কোনও প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্টবক্সে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram