Midday Meal: মিড ডে মিলে ডালের বালতিতে সাপ, রামপুরহাট মেডিক্যালে ভর্তি ১৬জন শিশু | Bangla News
বীরভূমের ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতিতে দেখা মিলল সাপের। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হল রামপুরহাট মেডিক্যালে। কীভাবে ডালের মধ্যে সাপ? প্রশ্ন তুলে মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বিতর্কের মুখে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক স্কুল বোর্ডের চেয়ারম্যান।
Tags :
Bangla News Bangla News Live Midday Meal ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Birbhum ABP Ananda Bengali News