Mid Day Meal: ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ, স্কুল কর্তৃপক্ষকে সতর্ক বার্তা WBCPCR চেয়ারপার্সনের
বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সহ দুই প্রতিনিধি। ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে গাফিলতির জন্য স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে দেন WBCPCR-এর চেয়ারপার্সন।
Tags :
Bangla News Bangla News Live Midday Meal ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Birbhum ABP Ananda Bengali News WBCPCR