Ghibli Art: সোশাল মিডিয়ায় জিবলি ইমেজের নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন? তাহলে সাবধান

ABP Ananda Live: আপনিও কি সোশাল মিডিয়ায় জিবলি ইমেজের নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন? তাহলে সাবধান। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অজান্তেই ব্যক্তিগত ছবি ও তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে, অন্যের হাতে। এই ছবি বা তথ্য ব্যবহার করে যেকোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন নেটিজেনরা। 

 

মমতা বলেন, "আদালতের রায় পড়েছি আমরা। বলা হয়েছে, যাঁরা চাকরি করছেন, তাঁদের কোনও টাকা ফেরত দিতে হবে না। শেষ প্যারা, ৪৯-এ আদালত বলেছে, চাকরি বাতিল হয়েছে, বয়স এবং অন্য ক্ষেত্রে ছাড় দিয়ে নতুন করে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। যাদের Tainted বলা হচ্ছে, আমাদের কাছে কোনও তথ্য নেই। আমাদের পড়তে দিলে না হয় খুঁজে বের করতাম। ভুলে যাবেন না, এঁরা সবাই স্কুলে পড়ান। স্কুলগুলির কী হবে, শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়াই কি বিজেপি-র লক্ষ্য? বাংলাকে আর কত নিশানা করবেন?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola