Sodepur News: লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়াল
ABP Ananda live: বয়স যায় হোক না কেন ড্রামস্টিক হাতে এলে প্রত্যেকেই রকস্টার। ছোট ছোট হাতের জাদুতে তারা জানে মঞ্চ মাতাতে। জানে, কীভাবে সুরের তালে কাড়তে হয় নজর। এমনই লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়াল। আয়োজনে রিদিম পার্ক অ্য়াকাডেমি। এবছর দ্বিতীয় বছরে পদার্পন করল তাদের এই ফেস্টিভাল। এদিন এই ফেস্টিভালে মোট ৭৮ জন শিশু অংশ নেয়।
১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ? শিয়ালদায় ধৃত বাংলাদেশি প্রসঙ্গে বিস্ফোরক তথ্য!
এদিকে শিয়ালদা স্টেশনে গ্রেফতার বাংলাদেশি মহিলা। ১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। তারপর কাজের খোঁজে ট্রেনে চেপে মুম্বই। ধরপাকড় শুরু হওয়ায় কলকাতায় ফিরতেই গ্রেফতার। শিয়ালদায় গ্রেফতার বাংলাদেশি। যুদ্ধের হুঙ্কার ইউনূসের। ট্যাঙ্ক, কামান নিয়ে মহড়া। কী পদক্ষেপ ভারতের? সামরিক শক্তিতে কোথায় দাঁড়িয়ে দুই দেশ? কী বলছেন প্রাক্তন সেনাকর্তারা? আসলে নিজের ক্ষতি করছেন ইউনূস? মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গি আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল।