Sodepur Shootout: সোদপুর শ্যুটআউটে আহত যুবক খুনের মামলায় অভিযুক্ত! ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: দশমীর (Dasami) সন্ধেয় সোদপুরে শ্যুটআউট(Sodpur Shootout)। পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি যুবক। আহত শুভজিৎ ঠাকুর (Subhajot Thakur) খুনের মামলায় অভিযুক্ত, পুলিশ (Police) সূত্রে খবর। ঘটনায় শম্ভু নামে এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে গুলি, অনুমান পুলিশের।
Continues below advertisement