Soham Chakraborty: আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কের মুখে সোহম। ABP Ananda Live
ABP Ananda Live: নিউটাউন (Newtown) রেস্তোরাঁকাণ্ডে হাইকোর্টে শুনানির আগেই আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তৃণমূল বিধায়কের আবেদন মনজুর করে বারাসাত আদালত। তবে, আগাম জামিন চাইতে গিয়েও বিতর্কের মুখে পড়তে হল সোহমকে। সরকারি আইনজীবীর ঘরে দীর্ঘক্ষণ কী করছিলেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক? প্রশ্ন তুলেছে বার অ্যাসোসিয়েশনের সভাপতির। পূর্ব পরিচিত বলে পাল্টা সাফাই সরকারি আইনজীবীর।
শ্য়ুটিং চলাকালীন, তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর মারধরের ঘটনায়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিউটাউনের রেস্তোরাঁ মালিক। সেই মামলার শুনানির আগে, বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে, আগাম জামিন নিলেন তৃণমূলের অভিনেতা বিধায়ক। তবে নিম্ন আদালতে স্বস্তির পাশাপাশি বিতর্কেও জড়ালেন তিনি। জেলা বার অ্য়াসোসিয়েশনের সভাপতির দাবি, আদালত চত্বরে আসার পর, দীর্ঘক্ষণ সরকারি আইনজীবীর ঘরে বসে থাকতে দেখা যায়, তৃণমূল বিধায়ককে। আগাম জামিন নিতে গিয়ে ফের বিতর্কে সোহম সরকারি আইনজীবীর ঘরে কেন অভিযুক্ত তৃণমূল বিধায়ক?