Soham Chakraborty: 'রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা মারধর করেননি', CCTV ফুটেজ প্রকাশ করে অভিনেতার দাবি খারিজ কর্তৃপক্ষের | ABP Ananda LIVE

Continues below advertisement

রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা মারধর করেননি। অভিনেতা সোহমের নিরাপত্তারক্ষীরাই চড়াও হন। দ্বিতীয় CC ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তৃণমূল বিধায়ক ও অভিনেতার দাবি খারিজ করে দিল রেস্তোরাঁ কর্তৃপক্ষ। মারধর করেও দোষ চাপাতে চাইছেন, অভিযোগ মালিকের। পুলিশ জানিয়েছে, তিনটি অভিযোগই মারধরের এবং জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমে লুঠের ঘটনায় একজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। উদ্ধার হয়েছে আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মিলেছে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ। ধৃতের নাম রয়েছে ঝাড়খণ্ড ও বিহারে পুলিশের খাতায়। গতকাল ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই চলে, এরপর পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে স্বপদে বহাল। এ নিয়ে আজই নির্দেশিকা জারি করেছে নবান্ন। ভোট শুরুর আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে বীরভূমে বদলি করা হয়েছিল। নির্বাচন কমিশন পূর্ণেন্দু মাঝিকে জেলাশাসক পদ থেকে অপসারিত করে। ভোটের সঙ্গে জড়িত নয়, এমন কাজের দায়িত্ব তাঁকে দিতে, নবান্নকে নির্দেশ দেয় কমিশন। নির্দেশ অনুযায়ী পূর্ণেন্দু মাঝিকে মৎস্য উন্নয়ন দফতরে বদলি করে নবান্ন। ভোট ও নির্বাচন বিধি শেষ হওয়ার পর স্বপদে ফেরানো হল পূর্ণেন্দু মাঝিকে। 'কাঁথি, তমলুক হারার পরেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্তকে বদলির নির্দেশ। আইএএস-দের কাজ এখন ভোটে রিগিং করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া, না হলেই বদলি', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ-র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram