Soham Chakraborty: 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' বাংলার ভাবমূর্তি নষ্ট করছে' সরব অভিনেতা-বিধায়ক সোহম | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির বিরুদ্ধে সরব হলেন অভিনেতা-বিধায়ক সোহম। 'সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' বাংলার ভাবমূর্তি নষ্ট করছে'। 'রাজ্যের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে'। 'মানুষের মনে হিংসা, বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে'। 'রাজ্যটাকে যেভাবে দেখানো হচ্ছে, আদৌ সেরকম নয়'। ফেসবুকে পোস্ট করে সরব অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। গতকালই তৃণমূলপন্থী সেলিব্রিটিদের নিশানা করেন কুণাল ঘোষ। 'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' প্রশ্ন তুলে গতকালই আক্রমণ করেন কুণাল ঘোষ।

আরও খবর...

বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের অভিযোগ। গোমাংস খাওয়ার অভিযোগে 'পিটিয়ে খুন' বাসন্তীর যুবককে। 'ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারে গোরক্ষা কমিটির সদস্যরা', একটি খালের ধার থেকে উদ্ধার হয় দেহ, দাবি নিহত যুবকের পরিবারের। হরিয়ানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ। 

ঘোষণা অনুযায়ী আজ থেকে টেলি মেডিসিন পরিষেবা চালু করলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। গোটা রাজ্য থেকে আসছে ফোন। প্রয়োজনে ভিডিও কলেও চলছে চিকিৎসা। রোগীদের তরফ থেকেও আসছে আর জি কর আন্দোলনের পাশে থাকার বার্তা, দাবি জুনিয়র ডাক্তারদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola