Soham Chakraborty: আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন সোহম, আগাম জামিন নিতে আর্জি
আগাম জামিন নিতে বারাসাত আদালতে সোহম, খবর সূত্রে। আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন বিধায়ক-অভিনেতার। নিউটাউনে রেস্তোরাঁ মালিককে মারধর, টেকনো সিটি থানায় এফআইআর । পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা এবং তদন্ত চেয়ে আবেদন, এই সপ্তাহেই শুনানির সম্ভবনা।
অন্যদিকে, রেস্তোরাঁ মালিককে মারধর। তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর সমালোচনার মাত্রা আরও বাড়ালেন মদন মিত্র। বললেন, ঘটনাটা খারাপ হয়েছে। সেই সঙ্গে দেব-প্রসঙ্গে করা মন্তব্য নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন মদন মিত্র।