Solar Eclipse: খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখল কলকাতা, ২৭ বছর পর দীপাবলির পরদিনই গ্রহণ
আজ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেশের নানা প্রান্ত থেকে গ্রহণ দেখা যায়। সূর্যাস্তের আগে কিছুক্ষণের জন্য গ্রহণ দেখা যায় কলকাতায়। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হয় ৫টা ৩ মিনিটে। অর্থাৎ কলকাতায় মাত্র ১১ মিনিট গ্রহণ দেখা যায়। সূর্যের সর্বাধিক ৪ শতাংশ ঢাকা পড়ে খণ্ডগ্রাস গ্রহণে। ভারতে ৩০ শতাংশ পর্যন্ত দেখা যায় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। প্রথম অমৃতসরে দেখা যায় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।
Tags :
Solar Eclipse 2022 Surya Grahan 2022 Surya Grahan 2022 Time Surya Grahan Sutak Kal Surya Grahan 2022 Effect