TMC: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অর্জুনের সঙ্গে 'যুদ্ধবিরতি'তে নারাজ শ্যাম-সুবোধ। ABP Ananda Live
Arjun Singh: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশের পরেও অর্জুনের (Arjun Singh) সঙ্গে 'যুদ্ধবিরতি'তে নারাজ শ্যাম-সুবোধ। কিছুদিন আগেই ব্যারাকপুরের সাংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্বের ফলে হস্তক্ষেপ করতে হয়েছিল তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বকে। 'দলে থেকেই দলকে শেষ করার চক্রান্ত চলছে', দাবি সোমনাথের। ABP Ananda Live