Arjun Singh: 'প্রয়োজনে সুপ্রিমকোর্টে আসুক, অর্জুনকে জেলে ভরবই', অর্জুনকে চ্যালেঞ্জ সোমনাথ শ্যামের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগ খারিজ করেছে অর্জুন সিং । পাল্টা অভিযোগ করলেন সোমনাথ শ্যাম । 'বিভ্রান্ত করার চেষ্টা করছে অর্জুন । ৪ কোটি টাকার টেন্ডার দুর্নীতি করছে অর্জুনের জামাইয়ের সংস্থা । প্রয়োজনে সুপ্রিমকোর্টে আসুক, অর্জুনকে জেলে ভরবই' । অর্জুনকে চ্যালেঞ্জ সোমনাথ শ্যামের 

আরও খবর..

'তৃণমূল কংগ্রেসে যখন ছিলাম তখন ভাল ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংহের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ৬ মাসের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হলে সরকার দায়ী। রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত চলছে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে রাজ্য সরকার। আমি মেডিক্যাল পরীক্ষা করাব, যে চেয়ারে বসেছিলাম তার ছবি তুলতে চেয়েছিলাম, আদালতকে জানাব', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের

কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের। পুরসভার দোতলায় ক্লাব রুমের বাইরে বারান্দায় সাপ। গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে সাপ দেখা গিয়েছিল। পরপর সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত পুরকর্মীরা। সাপের খোঁজে মেয়রের ঘরে চিড়িয়াখানার কর্মীরা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola