Israel War: ইজরায়েলের হাইফায় আটকে উত্তরপাড়ায় গবেষক দম্পতি সোমোদয় ও জয়িতা হাজরা, চিন্তায় পরিবার
Continues below advertisement
ABP Ananda Live: ইজরায়েলের হাইফায় আটকে উত্তরপাড়ায় গবেষক দম্পতি। হাইফা শহরে যুদ্ধের আঁচ না লাগলেও বন্ধ সমস্ত স্কুল-কলেজ। স্নায়ুতন্ত্র নিয়ে ইজরায়েলে গবেষণা করেন উত্তরপাড়ায় সোমোদয় হাজরা ও তাঁর স্ত্রী জয়িতা হাজরা। ছেলে-পুত্রবধূ ও তাঁদের তিন বছরের মেয়েকে নিয়ে চিন্তায় সোমোদয়ের বাবা-মা। সাইরেন বাজলেই বাঙ্কারে ঢুকে যেতে বলা হচ্ছে, ৭২ ঘণ্টার জন্য খাবার-পোশাক-জল মজুত রাখতে বলা হয়েছে, জানালেন সোমোদয়।
Continues below advertisement