Lovely Maitra:'দল থাকলে রোজগার হবে, রোজগার কে, কীভাবে, কোথা থেকে করে, সব জানি',কী বলতে চাইছেন লাভলি?
ABP Ananda LIVE: 'দল থাকলে রোজগার হবে। রোজগার কে, কীভাবে, কোথা থেকে করে, আমি সব জানি। আমার কাছে সব খবর আছে। দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন।' প্রকাশ্য়ে সভায় এমনই মন্তব্য় শোনা গেল, সোনারপুর(Sonarpur) দক্ষিণের তৃণমূল বিধায়ক, লাভলি মৈত্রের (Lovely Maitra)গলায়।