Sonarpur Incident : ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন TMCP নেতা ! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ABP Ananda LIVE: ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ নিচ্ছেন যুব তৃণমূল নেতা! সোনারপুরে যুব নেতার বিরুদ্ধে তৃণমূূল কাউন্সিলরই সরব। ভিডিও দিয়ে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক খোদ দলেরই কাউন্সিলর। অভিযোগের পরেই পদোন্নতির অভিযোগ। এআই দিয়ে ভিডিও, পাল্টা দাবি নেতার।

 

 

Suvendu Adhikari: 'কলেজে কলেজে মনোজিৎ মডেল..', 'ভাইপো গ্যাংয়ের' গ্যালারি প্রকাশ শুভেন্দুর ! কাদের ছবি সামনে আনলেন বিরোধী দলনেতা ?

কসবাকাণ্ড প্রসঙ্গ গত রবিবার শুভেন্দু বলেছিলেন, 'কলেজে কলেজে মনোজিতরা আছে। এরা ভাইপো গ্যাং।' এবং তিনি সেই ভাইপো গ্যাং এর ছবি প্রকাশ্যে আনবেন। কথা মতোই কাজ। আজ মঙ্গলবার ভাইপো গ্যাং এর ৫০ জনের ছবি প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু হাতে ছবি ধরে সাংবাদিকদের দেখিয়ে বলেন, ভাইপো গ্যাং। মাত্র ৫০ জন আছে। আমরা চাইলে আরও সাড়ে ৯০০ দিতে পারি।' উল্লেখ্য, গ্যালারির একদম উপরে TMCP-র নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে TMCP এর অর্থ তৃণমূল ছাত্র পরিষদ নয় বলে তাঁরা দাবি জনিয়ে, লেখার পাশে লাল রঙের কাঁটা চিহ্ন বসিয়েছেন। TMCP-র নতুন অর্থ দিয়েছেন, TRINAMOOL MALFEASANCE @ COLLEGE PREMISES.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola