Sonarpur News : সোনারপুরে জমি দখল করে বিশাল প্রাসাদ কার্তিমান জামালের, মুখ খুললেন গ্রামবাসীরা

Continues below advertisement

ABP Ananda Live : সোনারপুরে জমি দখল করে কার্তিমান জামালের বিশাল প্রাসাদ। আগাপাশতলা মোড়া মার্বেলে। সামনে বাধানো পুকুর। এখানেই বসত বিচারসভা, দাবি স্থানীয়দের। 'সালিশি সভার প্রস্তাবে রাজি না হলেই শিকলে বেঁধে মহিলাদের অত্যাচার!' সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারে অভিযুক্ত তৃণমূলকর্মী । জামাল সর্দারের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানোর অভিযোগ । অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে । পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না, দাবি স্থানীয়দের ।জামাল সর্দারের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব চালানোর অভিযোগ । মারের অভিযোগ উড়িয়ে ঘোড়া, গরুর জন্য বাড়িতে শিকল রাখার সাফাই জামালের। 

এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মত্ত দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে টহলদারির সময় নজরে আসে ওই দুষ্কৃতী এলাকায় অশান্তি করছে। অভিযোগ, আটকাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় অভিযুক্ত। মাথা ফাটে এক পুলিশ কর্মীর। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে বড়তলা থানার পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram