Sonarpur sand mafia: অবৈধ বালিখাদানের মাথা কে? তদন্তে পুলিশ
এবিপি আনন্দের খবরের জের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অবৈধ বালিখাদান (Sand Mafia) নিয়ে খবর সম্প্রচারের পর সক্রিয় হল পুলিশ প্রশাসন। একজনকে গ্রেফতার করা হল। বাজেয়াপ্ত করা হয়েছে মাটি কাটার যন্ত্র, পাম্প, লরি। ভেঙে দেওয়া হল অবৈধ বালিখাদানের ধারে গজিয়ে ওঠা অস্থায়ী গুমটি অফিস।