Sonarpur: 'কেন একটা মানুষকে প্রাণের ভয় নিয়ে থাকতে হবে?', প্রশ্ন প্রিয়ঙ্কা টিবরেওয়ালের| Bangla News

Continues below advertisement

'৪০ জনের মতো লিস্টে নাম আমার কাছে আছে। আবার অনেকে এরকম আছে য়ে ভয়েতে ঢুকছেই না। আজকেই তো বলল যে যা প্রাণে মানার হুমকি দিয়েছে, ভয়েতে ঢুকতেই পারছি না। আমি আগে একবার এসে ঘরছাড়াদের বাড়ি ফিরিয়েছিলাম। আমার প্রশ্নহচ্ছে প্রশাসন কেন ঠিকমতো কাজ করবে না? কেন একটা মানুষকে সবসময় প্রাণের ভয় নিয়ে থাকতে হবে?, সোনারপুরে ভোটপরবর্তী হিংসার তদন্তে NHRC-টিমের যাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram