Soukat Molla: নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের কড়া হুঁশিয়ারি সওকত মোল্লার
দুর্নীতির সঙ্গে যোগ থাকলে পঞ্চায়েত প্রধানকে পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি। নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের কড়া হুঁশিয়ারি সওকত মোল্লার। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আলোচন সভায় হুমকি ক্যানিং পূর্বের বিধায়কের। বৈঠকে উপস্থিত ছিলেন আরাবুল ইসলামও। সতর্ক করার পাশাপাশি সংগঠনকে মজবুত করারও নির্দেশ সওকত মোল্লার। চোখে ধুলো দেওয়ার চেষ্টা, পাল্টা মন্তব্য নৌশাদ সিদ্দিকি।
Tags :
Bangla News Bangla News Live TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News