Lok Sabha Polls:লোকাল ট্রেনে চড়ে ভোট প্রচার বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং BJP প্রার্থী সৌমিত্র খাঁ-র
ABP Ananda LIVE: জনসংযোগের মাধ্য়ম এবার ট্রেন। লোকাল ট্রেনে (Local Train) চড়ে ভোট প্রচার (LOk Sabha Election Campaign) করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ(Soumitra Khan)। ভিড় ট্রেনে ঝালমুড়ি খেয়ে করলেন প্রচার। কাজের ভিত্তিতে ভোট চাইলেন মানুষের কাছে।