Sourav Ganguly: আজ হাসপাতালেই থাকছেন করোনা আক্রান্ত সৌরভ, পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেট্টির | Bangla News
করোনা (Corona) আক্রান্ত সৌরভ গঙ্গেপাধ্যায় (Sourav Ganguly)। আজ হাসপাতালেই থাকবেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ককটেল অ্যান্টিবডির ডোজ দেওয়া হল সৌরভকে। দু'দিন আগে জ্বর হয়। গতকাল টেস্টের পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেট্টি (Devi Shetty) , আফতাব খানের।
ওমিক্রন (Omicron) ও করোনা সংক্রমণ বাড়তেই দিল্লিতে (Delhi) ফিরল কড়াকড়ি। জারি হল হলুদ সতর্কতা। বন্ধ থাকবে স্কুল-কলেজ। ৫০ শতাংশ কর্মী নিয়ে চলবে অফিস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। বিয়ে বাড়ি, অন্তিম সংস্কারে উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ ২০ জন। 'দুই বছরের মধ্যেই এতবার কড়াকড়ি হল যে বুঝতে পারছি আপনারাও ক্লান্ত। হাতজোড় করে অনুরোধ করছি এই বিধিনিষেধ মেনে চলুন', আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের (Arvind Kejriwal)।
পাশাপাশি, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Medical College and Hospital) বন্ধ করা হল কোভিড ইউনিট। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআরএসে কোভিড ইউনিটের জায়গায় ১ জানুয়ারি থেকে খুলছে চেস্ট মেডিসিন বিভাগ।
নিটের (NEET) স্নাতকোত্তরের কাউন্সিলিং ইস্যুতে দিল্লিতে তুলকালাম। জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ তুলতে বলপ্রয়োগ, মারধরের অভিযোগ উঠল দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। এর প্রতিবাদে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের (Resident doctors Association) সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানে কাজ বন্ধের ডাক দিয়েছে। দিল্লি পুলিশ বিক্ষোভের সময় কয়েকজন জুনিয়র ডাক্তারকে আটক করেছে বলে সূত্রের দাবি। ঘটনার নিন্দায় সরব হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও। আন্দোলনের প্রভাব পড়ে কলকাতাতেও।