RG Kar Case: 'মেয়েটির সঙ্গে যেন ন্যায়বিচার হয়', আরজি কর-কাণ্ডে দাবি সৌরভের

Continues below advertisement

চাইব যারা স্বতস্ফূর্তভাবে আন্দোলন করেছে, তাঁদের সঙ্গে থাকতে। মেয়েটির সঙ্গে যেন ন্যায়বিচার হয়। দৃষ্টান্তমূলক বিচার হোক, আর জি কর-কাণ্ডে দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

রেপ সব জায়গাতেই হয়, কিন্তু কলকাতা-বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? সব শ্রেণির মানুষ প্রতিবাদ করছেন। আশা করছি ন্যায়বিচার খুব তাড়াতাড়ি মিলবে, প্রতিক্রিয়া ডোনা গঙ্গোপাধ্যায়ের।

আর জি কর-কাণ্ডে এবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর নথি ঘিরে ধোঁয়াশা। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন, এই নথি দেখতে চান প্রধান বিচারপতি। কিনতু, সর্বোচ্চ আদালতে নথি দিতে পারেননি রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। যা দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, এই নথি না পাওয়া গেলে, বুঝতে হবে কিছু একটা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram