Morning Headlines: বোর্ড সভাপতির পদ থেকে সরানোর পরে ফের কি সিএবিতে সৌরভ? | Bangla News
বোর্ড সভাপতির পদ থেকে সরানোর পরে ফের কি সিএবিতে সৌরভ? লড়তে চান সভাপতির লড়াইয়ে। ফের বঙ্গীয় ক্রীড়াক্ষেত্রে ফিরতে চান সৌরভ। সভাপতির লড়াইয়ে ২২ অক্টোবর জমা দিচ্ছেন মনোনয়ন। সুর বদলে স্বাগত জানালেন বিশ্বরূপ। কেন বারবার মেট্রোর কাজের জন্য বউবাজারে বিপর্যয়? নবান্নে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে মুখ্যসচিব-মেয়র-পুলিশ কমিশনার। বউবাজারে গৃহহীন বাড়ি মালিকদের ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেবে কেএমআরসিএল। ভাড়াটে ও দোকানের কর্মীদের দেড় লক্ষ করে দেওয়ার সিদ্ধান্ত।
Tags :
Sourav Ganguly Bangla News Bangla News Live Bowbazar Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Morning Headlines ABP Ananda Bengali News