Bhangar : জমি নিয়ে দুই তৃণমূল নেতার সংঘাত, উভয়পক্ষের সংঘর্ষে পার্টি অফিস ভাঙচুর

জমি নিয়ে দুই তৃণমূল নেতার সংঘাত ঘিরে উত্তপ্ত ভাঙড়ের কাশীপুরের পাকাপোল এলাকা। দু’পক্ষের সংঘর্ষ, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে দুই তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাঁপুই ও খইরুল ইসলামের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, তার জেরেই গতকাল রাতে দু’পক্ষের সংঘর্ষ বাধে। আহত হন উভয়পক্ষের ৫ জন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে এক নেতার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা। কাশীপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola