Basanti : বাসন্তীতে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী !

ভোট মিটলেও থামছে না সন্ত্রাস। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ভরতগড় গ্রামে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী শামিম সর্দার। অভিযোগ আরএসপি-র বিরুদ্ধে। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শামিম সর্দার। অভিযোগ, বাড়ির পিছনে কয়েকজন রাস্তা আটকে তাঁকে গুলি করে। তৃণমূল কর্মীর ডান হাতের ওপরের অংশে গুলি লাগে। রাতেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। ভোটে হেরে যাওয়ায় আরএসপি আশ্রিত দুষকৃতীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর বাবা। অভিযোগ অস্বীকার আরএসপি-র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola