South 24 Parganas: চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ, মৃত্যু যুবকের।
ABP Ananda Live: এবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ উঠল। জামিনে মুক্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। মারধরের জেরে মৃত্যু বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঢোলাহাট থানার আইসি ও পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের। পয়লা জুলাই ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে য আয় পুলিশ, ৪ তারিখ তাঁকে আদালতে পেশ করা হয় বলে অভিযোগ পরিবারের। তিনদিন ধরে ওই যুবকের সঙ্গে কী করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। আজ ঢোলাহাট থানার সামনে জুতো হাতে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। মৃতের নাম আবু সিদ্দিক। তাঁর পরিবারের অভিযোগ, কাকার বাড়িতে সোনার গয়না চুরির ঘটনায় যুবককে ঢোলাহাট থানায় তুলে এনে দফায় দফায় পেটানো হয়। কাকার দাবি, তাঁকেও মারধর করে জোর করে ভাইপোর নামে অভিযোগ লিখিয়ে নেয় পুলিশ। পরিবারের দাবি, জামিন পেয়ে অসুস্থ হয়ে পড়ায় যুবককে পার্ক সার্কাসের নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। আদালতে পেশ করার সময় যুবকের কোনও শারীরিক সমস্যা ছিল না, দাবি সুন্দরবন পুলিশ জেলার SP-র।