Diamond Harbour : এলাকা জুড়ে ছাইয়ের দাপট, দূষণে 'প্রাণ ওষ্ঠাগত' ডায়মন্ডহারবারের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের

Continues below advertisement

ABP Ananda LIVE : এলাকা জুড়ে ছাইয়ের দাপট। গোটা বাড়ির ছাদ-উঠোন থেকে শুরু করে ধানক্ষেত, সবজিক্ষেতে ছাইয়ের পরত। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, দূষণের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাদের। শ্বাসকষ্টজনিত সমস্যাতেও ভুগছেন অনেকে। অভিযোগ, এই গ্রামের পাশেই পেপারমিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। পরিস্থিতি এমন যে, বাড়ি ছেড়ে অন্যত্রও চলে যেতে বাধ্য হয়েছেন নুরপুর পঞ্চায়েতের নীলা গ্রামের একাধিক মানুষ। এমনকী স্থানীয় BDO, জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় রামনগর থানা, স্থানীয় বিধায়ক এমনকী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। দূষণের কথা স্বীকারও করে নিয়েছে পেপারমিল কর্তৃপক্ষ। তাদের দাবি, এটা কীভাবে কমানো যায় তা দেখা হচ্ছে। অন্যদিকে এ প্রসঙ্গে ডায়মন্ডহারবারের SDO শুভ্রজিৎ গুপ্ত জানিয়েছেন, এর আগে ওই পেপারমিল কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য ১০ দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। তা ইতিমধ্যেই অতিক্রান্ত। আরও ৫ দিনের ডেডলাইন দেওয়া হয়েছে তাদের। এর মধ্যে পদক্ষেপ না নিলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola