South 24 Pargana: কটাল-বৃষ্টির জোড়া ফলায় বাঁধ ভাঙল মৌসুনিতে। Bangla News
একদিকে কটাল, অন্যদিকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি। জোড়া ধাক্কায় জলমগ্ন মৌসুনি দ্বীপের বিস্তীর্ণ এলাকা। বাঘডাঙায় চিনাই নদীর বাঁধ প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে গিয়েছে। হু হু করে নোনা জল ঢুকছে গ্রামে। জলের নীচে বহু বাড়ি, বিঘার পর বিঘা চাষের জমি। বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনার সাগরেও। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে লাগাতার বৃষ্টি।
Tags :
ABP Ananda Rain Weather ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর South 24 Pargana Mousuni এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর